ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রংপুরে চলছে বিএনপির সমাবেশের শেষ প্রস্তুতি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার | আপডেট: ০৮:৫৭ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার

রংপুরে বিএনপির ডাকা মহাসমাবেশ আজ। বিভাগীয় এ গণসমাবেশ সফল করতে প্রস্তুত বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে রংপুর বিভাগে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হলেও নানা কৌশলে ছোট ছোট যানবাহনে করে বিএনপি নেতা-কর্মী রংপুরে পৌঁছেছেন।

নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর দুইটায় শুরু হবে মহাসমাবেশ। রাত থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শত শত নেতাকর্মী সমাবেশস্থলে এসে পৌঁছতে শুরু করেছেন।

নেতাকর্মীদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে পায়ে হেটে সমাবেশস্থলে আসছেন।

এরইমধ্যে সভামঞ্চের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে দুপুর ১২টার মধ্যেই সভাস্থল পরিপুর্ন হয়ে যাবে বলে দলের নেতারা আশা প্রকাশ করছেন। 

এসবি/