ফিলিপ্সের ঝড়ো শতকে কিউয়িদের চ্যালেঞ্জিং স্কোর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
সেঞ্চুরি হাঁকানোর পর গ্লেন ফিলিপ্সের উদযাপন
‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’-ক্রিকেটের এই প্রবাদটি অনেকটাই জ্বলজ্বলে সত্যের মতো। হরহামেশাই এমনটা ঘটতে দেখা যায়। বিশ্বকাপের মঞ্চে তো একটা ক্যাচ মিসই অনেক বড় বিপদ ডেকে আনে। এই যেমন আজ সিডিনিতে ১২ রানে থাকা গ্লেন ফিলিপ্সের ক্যাচ মিসের খেশারতটা ভালোভাবেই দিলো শ্রীলঙ্কা, শেষ পর্যন্ত দুর্দান্ত এক শতক তুলে নিলেন কিউয়ি মারকুটে।
মাত্র ১২ রানে জীবন পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত শতক হাঁকিয়ে নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন গ্লেন ফিলিপ্স। ৩ উইকেটে ১৫ রান থেকে ফিলিপ্সের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান তুলেছে দলটি।
শনিবার (২৯ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
তবে লঙ্কান বোলারদের সামনে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি কিউয়িরা। প্রথম ওভারেই মারকুটে ফিন অ্যালেনকে হারিয়ে চতুর্থ ওভারেই তৃতীয় উইকেট হারায় মাত্র ১৫ রানে।
এরপরই ফিলিপ্সের সেই ক্যাচ মিস করে লঙ্কান ফিল্ডার। তবে জীবন পেয়েই যেন ব্যাটে প্রাণ ফিরে পান গ্লেন। চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে শেষ পর্যন্ত আউট হন ১০৪ রানে শেষ ওভারে গিয়ে। তার আগে ৬১ বলে সেঞ্চুরি পূরণ করেন ডানহাতি এই মারকুটে। যা তার ক্যারিয়ারের দ্বিতীয় শতক।
ফিলিপ্সের ৬৪ বলের এই ইনিংসে ছিল ১০টি চারের সঙ্গে চারটি ছয়ের মার। ফিলিপ্স ছাড়া এদিন তার দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মার্ক চ্যাপমানের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ডেরিল মিচেল।
লঙ্কানদের পক্ষে এদিন ২টি উইকেট নেন বিনুরা ফার্নান্ডোর পরিবর্তে মাঠে নামা কাসুন রজিথা। এছাড়া থিকসানা, ধনাঞ্জয়া, হাসারাঙ্গা ও কুমারা একটি করে উইকেট লাভ করেন।
গ্রুপ ‘১’ এর দুই দল বিপরীত মেরুতে অবস্থান করছে। প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে ১ পয়েন্ট হারাতে বাধ্য হয় কিউইরা। তবুও ২ ম্যাচ শেষে এই গ্রুপের শুরুতে আছে নিউজিল্যান্ড।
অন্যদিকে এই গ্রুপে ছয় দলের মধ্যে পাঁচে আছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের একটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও অন্যটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় দাসুন শানাকার দল।
নিউজিল্যান্ড একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেরিল মিচেল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লোকি ফার্গুসন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, ইশ সোধি, টিম সাউদি, মিচেল সান্টনার।
শ্রীলঙ্কা একাদশ:
দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, মাহেশ থিকসানা, চামিকা করুণারত্নে, পাথুম নিশাঙ্কা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
এনএস//