ফের একইদিনে মাঠে নামছে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তিন অধিনায়ক সাকিব আল হাসান, রোহিত শর্মা ও বাবর আজম
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার ফের মাঠে নামছে উপমহাদেশের তিন দল- বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। পৃথক ম্যাচ হওয়ায় তিন দলেরই থাকছে জয়ী হওয়ার সুযোগ। এমনকি এ দিনেই নির্ধারণ হয়ে যেতে পারে বি-গ্রুপের ভবিষ্যৎ।
রোববার (৩০ অক্টোবর) সিডনিতে বাংলাদেশ নামবে জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে পার্থে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। যার প্রথমটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে পাকিস্তান, আর পরের খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এশিয়ান জায়ান্ট ভারত।
এর আগে গত ২৭ অক্টোবরও একইদিনে মাঠে নেমেছিল দল তিনটি। সেদিনও ছিল একই অবস্থা। তবে সেদিন জয় পেয়েছিল কেবল ভারত-ই। বাংলাদেশ ও পাকিস্তান মাথা নিচু করেই মাঠ ছাড়ে সেদিন।
বাংলাদেশকে তো ওইদিন রেকর্ড রানের পরাজয়ই দেখতে হয়। দক্ষিণ আফ্রিকার ২০৫ রানের জবাবে ১০৪ রান করতে পারে টাইগাররা। ফলে ১০১ রানের বিশাল ব্যবধানে হেরে ফিরেছিল সাকিব বাহিনী।
অন্যদিকে পাকিস্তান মাত্র এক রানে হেরে যায় জিম্বাবুয়ের কাছে। জিম্বাবুয়ের ৮ উইকেটে ১৩০ রানের জবাবে পাকিস্তানও সমান উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়। ফলে অপ্রত্যাশিত হার নিয়ে ড্রেসিং রুমে ফেরে বাবর বাহিনী। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৬ রানের প্রত্যাশিত জয় পায় ভারত।
এখন পর্যন্ত বি গ্রুপের পয়েন্ট টেবিলে সবার ওপরেই আছে রোহিত শর্মার দল। দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে তাদের পয়েন্ট চার। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট তিন। একটি জয়ের সাথে একটি ম্যাচে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে জিম্বাবুয়ের সাথে।
তৃতীয় স্থানে থাকা জিম্বাবুয়েরও হিসাবটা একই। তবে রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দক্ষিণ আফ্রিকার পরে।
চতুর্থ স্থানে রয়েছে দুই ম্যাচের একটিতে জয় পাওয়া টাইগার বাহিনী। তাদের সংগ্রহ ২ পয়েন্ট।
এরপরে তালিকায় থাকা পাকিস্তান ও নেদারল্যান্ডসের খাতায় এখনো কোনো পয়েন্ট যোগ হয়নি। দুই দলই দুটি করে ম্যাচ খেলে হেরেছে দুটিতেই। তবে রানরেটের হিসেবে পাকিস্তান রয়েছে পাঁচে, নেদারল্যান্ডস ছয়ে।
রানরেটের দিক দিয়ে অবশ্য শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকাই। তাদের নেট রান রেট ৫.২০০। অন্যদিকে সবার পেছনে রয়েছে বাংলাদেশ। টাইগারদের রান রেট -২.৩৭৫।
তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাশাপাশি এই রান রেটও এগিয়ে নেয়ার সুযোগ থাকছে সাকিব-লিটনদের সামনে।
এনএস//