ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

রাজবাড়ী নৌ-রুটে হচ্ছে চারটি বড় ফেরিঘাট (ভিডিও)

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার | আপডেট: ১১:৩৯ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার

রাজবাড়ীর জৌ-কুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌ-রুটে তৈরি হচ্ছে চারটি বড় ফেরিঘাট। এতে সুফল পাবেন উত্তর-দক্ষিণাঞ্চলের ১৬ জেলার লাখ লাখ মানুষ।  

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে জৌ-কুড়া ও নাজিরগঞ্জ নৌ-বন্দর দিয়ে এখন চলছে ছোট দুটি ফেরি। এতে দুর্ভোগ পোহাতে হয় ১৬ জেলার মানুষকে।

তবে ঘাটের আধুনিকায়ন ও সংস্কারসহ চারটি ফেরিঘাট গড়তে চলছে ড্রেজিংয়ের কাজ।

বিআইডব্লিউটিএ তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহম্মেদ খান বলেন, “ড্রেজার এসেছে, এই ড্রেজিং কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে নৌবাহিনী।”

ঘাটগুলো চালু হলে ঢাকার সাথে প্রায় ২শ’ কিলোমিটার রাস্তা কমবে। অর্থ ও সময় বাঁচার পাশাপাশি কমবে যাত্রী দুর্ভোগও।

স্থানীয়রা জানান, “এখানে নৌবন্দর হচ্ছে, কাজ শেষ হলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবেন এবং উন্নয়ন হবে। খুবই সহজ হবে যাতায়াত।”

মানুষের জীবন-মান উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

রাজবাড়ী-১ সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, “টোট্যাল একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। কাজেই পাবনার সঙ্গে যোগাযোগ সহজ হবে। অর্থনৈতিক দিক দিয়েও লাভবান হবো।”

পাবনা-২ সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির বলেন, “দ্রুত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করে উদ্বোধন করা হবে।”

বিআউডব্লিটিএ’র আর্থিক সহায়তায় ঘাটের উন্নয়নে কাজ করছে নৌ-বাহিনী। 

এএইচ