ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

দায়ের কোপে নিহত ‘দা বাহিনী’র প্রধান

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮ এএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার

কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের পণ্ডিত পাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দা দিয়ে কুপিয়ে মোঃ নাছির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পণ্ডিত পাড়ার আবুল হোছাইনের পুত্র। টৈটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। 

কথিত ‘দা বাহিনী’র প্রধান নাছির উদ্দিন অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। শেষ পর্যন্ত দায়ের কোপে তার নিহত হওয়ায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

এলাকাবাসিরা জানান, মোঃ নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দাও বাহিনী ওই এলাকায় পাহাড়ী বনভূমির জমি দখল বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। 

সম্প্রতি নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান নাছির উদ্দিন রোববার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাড়িতে ফেরার পথে ৫-৬ জনের একদল দুর্ববৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাছির উদ্দিন মারা যান। 

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

তিনি বলেন, এখনও কেউ মামলা দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ