ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: হাইকোর্টে সেই স্মৃতির জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১১ পিএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার

ফেসবুকে সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি।

সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

স্মৃতির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোনিয়া আক্তার স্মৃতির বাড়ি রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকায়। তার স্বামীর নাম মো. খোকন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

এর আগে, গত ১০ অক্টোবর রাজবাড়ীর এক নম্বর আমলি আদালতে স্মৃতির জামিনের আবেদন করা হলে বিচারক কায়ছুন নাহার সুরমা তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে ফেসবুক ‘আপত্তিকর’ একটি স্ট্যাটাস দেন সোনিয়া আক্তার। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা আরিফিন চৌধুরী। পরে গত ৪ অক্টোবর রাতে রাজবাড়ীর নিজ বাসা থেকে স্মৃতি গ্রেপ্তার করে পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এসএ/