ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শেষ হয়ে গেল পগবার বিশ্বকাপ স্বপ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার

কাতার বিশ্বকাপে খেলতে পারছেন না বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবা। ২০ নভেম্বর পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। তার আগে হাঁটুর চোট কাটিয়ে ফরাসি মিডফিল্ডারের সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তার এজেন্ট।

কাতার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। চোট থেকে সেরে না ওঠায় শেষ হয়ে গেল তার বিশ্বকাপ স্বপ্ন। 

গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষে জুভেন্টাসে যোগ দেন পগবা। দলটির প্রাক-মৌসুম সফরে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তিনি। এরপর থেকেই ছিলেন মাঠের বাইরে। তবে বিশ্বকাপের আগেই ফেরার সম্ভাবনা ছিল তার।

বিশ্বকাপকে সামনে রেখে ভিন্ন চিকিৎসায় সেরে ওঠার পরিকল্পনা ছিল তার। তবে অস্ত্রোপচার করানোর ব্যাপারে সম্মত হন ২৯ বছর বয়সী এই ফুটবলার। তাতে মাঠের বাইরে চলে যান লম্বা সময়ের জন্য।

সম্প্রতি জুভেন্টাস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি বলেন, আগামী জানুয়ারির আগে তিনি পগবার মাঠে ফেরার সম্ভাবনা দেখেন না।

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পগবার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জেতা ফাইনালে একটি গোল করেছিলেন তিনি। 

এএইচ