গুজরাটে ঝুলন্ত সেতুধসের ঘটনায় ৯ জন গ্রেপ্তার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৩ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৯:১৪ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ভারতের গুজরাটে ঝুলন্ত সেতুধসের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন ব্রিজটির সংস্কারের দায়িত্বে থাকা ওরেভা গ্রুপের দুজন ব্যবস্থাপক, দুইজন ঠিকাদার, দুইজন টিকিট কালেক্টর, এবং তিনজন নিরাপত্তারক্ষী।
তাদের বিরুদ্ধে নিজেদের কাজে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। সেতুটি সংস্কার করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এর পুরোনো তার পরিবর্তন করেনি এবং কর্তৃপক্ষকে না জানিয়েই উন্মুক্ত করে বলে জানিয়েছে স্থানীয় সরকার।
ওই ঘটনায় নিহত ১৪১ জনের মধ্যে ৪৭ জন শিশু এবং নিখোঁজ শতাধিক মানুষের বেঁচে থাকার সম্ভাবনাও ক্রমাগত ক্ষীণ হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
রোববার সন্ধ্যায় হঠাৎ ভেঙে পড়ে ব্রিটিশ আমলের তৈরি শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতুটি।
সংস্কারের পর দিনকয়েক আগেই চালু করা হয়েছিল গুজরাটের ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি। গুজরাটের আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ঝুলন্ত সেতুটিতে দুর্ঘটনার সময় পাঁচ শতাধিক লোক ছিল।
এসবি/