পেছাতে পারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন (ভিডিও)
তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৯ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ১১:১০ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
সঞ্চালন লাইন তৈরির ধীরগতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন কিছুটা পেছাতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তবে যথাসময়ে সঞ্চালন লাইন প্রস্তুত হবে বলে আশা পাওয়ার সেল মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের।
এগিয়ে চলছে বাঙালির আরেকটি স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। সম্প্রতি কেন্দ্রটির ২য় ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেল বসানোর পর কাজের অগ্রগতি আরও স্পষ্ট ।
সব ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরে উৎপাদনে যেতে পারবে বলে আশা প্রকল্প পরিচালকের।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, “কমিশনিং কাজ ২০২৩ সালের শেষ দিকে শুরু হওয়ার কথা। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোজন হওয়ার কথা ২০২৪ সালে।”
তবে বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে ২০২৪ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
যদিও এই সময়ের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে সঞ্চালন লাইন প্রস্তুত হবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন মন্ত্রী।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “আমি তৈরি হলে তো হবে না। আমি তো এখানে বিদ্যুৎ বিক্রি করবো কিন্তু যারা কিনবে তাদেরও তো প্রস্তুতির ব্যাপার আছে। সেখানে তো আমরা কোনো কথা বলতে পারি না।”
তবে বিদ্যুৎ বিভাগ বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই সঞ্চালন লাইন তৈরি হবে।
পাওয়ার সেল মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, “আমাদের মূল কাজগুলো হয়ে গেছে। আশা করি, রূপপুরের টার্গেট ২৪ সালের মধ্যে সঞ্চালন লাইনগুলোর পুরোটা না হলেও আংশিকভাবে সম্পন্ন হবে। এভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সঞ্চালন লাইন নির্মাণ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।
এএইচ