সিলেটে পরিবহন ধর্মঘট, দাবি পূরণ না হলে মহাসমাবেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৬ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
সব পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট শেষ হচ্ছে আজ রাত ১২টায়।
সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, এসময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার মহাসমাবেশ করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা।
সোমবার সকাল থেকে সিলেট জেলায় এ ধর্মঘট শুরু হয়। এতে করে সিলেটে সবধরনের পণ্য আসা বন্ধ রয়েছে। সিলেট থেকে পণ্য নিয়ে কোনো গন্তব্যে যাচ্ছে না ট্রাক।
পরিবহন মালিক নেতারা বলছেন, প্রায় ৫ বছর ধরে সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং, লোভাছড়ার পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন শ্রমিক-মালিকরা।
এসবি/