ভারতের বিপক্ষে কারা থাকছেন টাইগার একাদশে?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
টিম বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। সাকিব আল হাসানের দলে চোট আঘাতের সমস্যা নেই। জিম্বাবুয়ের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। যদিও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেই ম্যাচের একাদশে।
ভারতের বিপক্ষে আগের ম্যাচের বিজয়ী একাদশ ভাঙতে পারেন সাকিবরা। কারণ, ব্যাটিং অর্ডারের একটি জায়গা নিয়ে উদ্বেগ রয়েছেই। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাকি ১০ জনকেই দেখা যেতে পারে ভারতের বিপক্ষে।
ইনিংস শুরু করবেন নাজমুল হোসাইন শান্ত। সর্বশেষ ওই ম্যাচে তিনি ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন। ভারতের বিপক্ষেও শান্তই শুরু করবেন বাংলাদেশের ইনিংস।
শান্তর সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকেও। শেষ ম্যাচে রান না পেলেও বাঁহাতি সৌম্য বেশ আগ্রাসী ব্যাটার। অভিজ্ঞতাও যথেষ্ট। শুরুতে দুই বাঁ-হাতির ভারসাম্য নষ্ট করতে চান না সাকিবরা।
ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামবেন লিটন দাস। বড় রান না পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা ভালো করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ তিন নম্বরে তার উপর আস্থা রয়েছে অধিনায়ক সাকিবের।
চার নম্বরে ব্যাট করতে আসবেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে তাই কোনও প্রশ্ন নেই। দলের মূল চালিকা শক্তিই যে তিনি।
পাঁচ নম্বরে ব্যাট করবেন আফিফ হোসাইন। তরুণ এই বাঁহাতি ব্যাটার বেশ ভালো ছন্দে রয়েছেন। প্রয়োজনে অফ স্পিনটাও করতে পারেন ভালোই। বাংলাদেশ দলের ভারসাম্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার।
ছয় নম্বরে ব্যাট করতে নামবেন মোসাদ্দেক হোসাইন। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও বড় রান না পেলেও আগ্রাসী ব্যাটিং করতে পারেন ২৬ বছরের এই ক্রিকেটার। অফ স্পিনার হিসাবেও যথেষ্ট দক্ষ মোসাদ্দেক। জিম্বাবুয়ের বিপক্ষে তো শেষ ওভারে জয়ের নায়ক তিনিই।
সাত নম্বরে ব্যাট করতে নামবেন নুরুল হাসান সোহান। সাকিব না থাকলে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি। উইকেটের পিছনেও যথেষ্ট নির্ভরযোগ্য সোহান। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষজ্ঞ বলা হয় তাকে।
তবে, আট নম্বর জায়গা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তরুণ ইয়াসির আলি একেবারেই ছন্দে নেই। জিম্বাবুয়ের বিপক্ষেও রান পাননি। তার জায়গায় ভারতের বিপক্ষে খেলতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
ব্যাটিং অর্ডারের নয় নম্বরে নামবেন তাসকিন আহমেদ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন এই পেস বোলার। সকলেই প্রশংসা করছেন তার। এখন পর্যন্ত ৩ ম্যাচেই নিয়েছেন ৮ উইকেট। তাইতো ভারতের বিপক্ষে তাসকিনের খেলা খুবই নিশ্চিত।
তাসকিনের পর ব্যাট করতে আসবেন হাসান মাহমুদ। তরুণ এই পেসার এখনও পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন প্রতিযোগিতায়। ভালো ছন্দে রয়েছেন তিনিও। ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় পেস বোলার হিসাবে তিনিই খেলবেন সম্ভবত।
বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ১১ নম্বর জায়গা নিয়েও প্রশ্ন নেই কারও। রয়েছেন অভিজ্ঞ পেস বোলার মুস্তাফিজুর রহমান। ভালো ছন্দে রয়েছেন কাটার মাস্টার। বাংলাদেশের বোলিং আক্রমণকে মূলত নেতৃত্ব দেন তিনিই। ভারতের বিপক্ষেও তাকে দেখা যাবে একই ভূমিকায়।
অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এনএস//