ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

মৌলভীবাজার সীমান্তে অস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫২ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

অস্ত্রসহ আটককৃত চার ভারতীয় নাগরিক

অস্ত্রসহ আটককৃত চার ভারতীয় নাগরিক

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী এলাকা ইসলামপুর থেকে ৬টি এয়ারগানসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় পালিয়ে গেছে আরো দুইজন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহায়তায় ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ভারতের রাজকান্দি জেলার ফটিকরায় থানার রাইসাবাড়ি এলাকার ডিএম কলোনীর কৃষ্ণদা রিয়াং-এর পুত্র যতিন্দ্র রিয়াং (২১), একই এলাকার পুস্পরাম রিয়াং-এর পুত্র নিরজ রিয়াং (২৮), বিরেন্দ্র রিয়াং-এর পুত্র সম্রাট রিয়াং (২১) ও রাজেন্দ্র রিয়াং-এর পুত্র সুমিনয় রিয়াং। 

এ সময় অনুপ্রবেশকারী জয়ন্ত রিয়াং (৩৪) ও তৈশা রিয়াং (৪০) নামে আরো দুইজন পালিয়ে যায়।

কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান আহমদ জানান, ভারতীয় এই নাগরিকরা প্রায় দুই বছর ধরে রাজকান্দি বনে প্রবেশ করে বানর, শুকর ও হরিণসহ বিভিন্ন প্রাণী শিকার করে ভারতে নিয়ে যায়। তারা বাংলাদেশে বাঘাছড়া চা বাগানের চা শ্রমিক সঞ্জু তংলার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে। প্রায়ই তারা প্রাণী শিকার করে সঞ্জুর ঘরে রাখতো। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে, ভারতীয় এই নাগরিকরা প্রায়ই বাংলাদেশের রাজকান্দি বনে এসে শিকার করে। এরপর তিনি বিষয়টি কমলগঞ্জ থানাকেও অবগত করেন।

ইউপি চেয়ারম্যান সোলেমান আহমদ আরও জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি খবর পান- রাজকান্দি বন থেকে বানর শিকার করে তা সঞ্জু তংলার ঘরে নিয়ে রান্না করছে। খবর পেয়ে তিনি থানাকে অবগত করেন এবং ৬/৭টি মোটরসাইকেলে ১০/১২ জন মানুষ নিয়ে সঞ্জু তংলার ঘর ঘেরাও করেন। এসময় সঞ্জু তংলাসহ আরো দুই ভারতীয় নাগরিক পালিয়ে যায়। তারা ঘরের ভিতরে প্রবেশ করে প্রথমেই তাদের এয়ারগানগুলো তাদের হাতে নিয়ে নেন এবং ৪ জনকে আটক করেন।

এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছলে তারা অস্ত্রসহ এই ভারতীয় নাগরিকদের পুলিশের হাতে তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, অস্ত্রসহ সন্দেহভাজন ৪ যুবককে আটক করে স্থানীয় জনগণ। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাদের কাছ থেকে ৬টি এয়ারগান উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তারা ভারতীয় নাগরিক।

ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, যেহেতু এরা ভারতীয় নাগরিক এবং সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাই তাদেরকে ৪৬ বিজিবির কুরমা বিওপি সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান শিকদার জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে সীমান্তবর্তী বাঘাছড়া এলাকা থেকে তারা ৬টি এয়ারগানসহ ৪ ভারতীয় নাগরিককে আটক করে কুরমা বিওপিতে নিয়ে যান। বর্তমানে বিষয়টি তদন্তাধীন।

তিনি আরও বলেন, তারা ঠিক কি কারণে বাংলাদেশে এসেছে, তাদের হীন কোনও উদ্দেশ্য আছে কিনা- বিষয়গুলো যাচাই বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এনএস//