ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাজার থেকে চিনি উধাও, যাও মিলছে দাম চড়া (ভিডিও)

সাইদুল ইসলাম

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

বাজার থেকে চিনি প্রায় উধাও। দোকানিদের অভিযোগ, খোলা বা প্যাকেটজাত, কোনো চিনিই সরবরাহ নেই। দাম বেড়েছে পেঁয়াজ, আটা, বুটের ডাল, আদাসহ সব ধরনের মাছ ও সবজির। ইলিশ বাজারে এলেও দাম চড়া।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার। কয়েকটি দোকান ঘুরে পাওয়া গেলো না খোলা বা প্যাকেটজাত চিনি। উৎপাদক বা পাইকারি বাজার থেকেই সরকার নির্ধারিত দামে চিনি আনা যাচ্ছে না - এমন অভিযোগ বিক্রেতাদের। 

একজন বিক্রেতা বলেন, "চিনি পাচ্ছিনা, দুএক জায়গায় যাও পাই, ওরা মেমো দিচ্ছেনা। সরকার নির্ধারিত দাম ৯০ টাকা কেজি, এখন যা রেট তা দিয়ে কিনে বিক্রি করতে পারবোনা।"

"এখন আমাদের কাছে নাই, আমরা নাই হ বলতেছি, চিনি যখন আসবে, বলতেছে পাঁচ ছয় তারিখে চিনি আসবে তখন পাবেন এখন চিনি নাই।" জানান আরেক বিক্রেতা। 

সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজ পাঁচ টাকা, আদা ৩০ টাকা, আটা চার টাকা করে দাম বেড়েছে। 

একজন বিক্রেতা বলেন, "পেঁয়াজের দাম গেল সপ্তাহের চেয়ে কেজিতে চার টাকা বেড়েছে। রসুনের দাম স্বাভাবিক, আদার দাম বাড়তি, কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে চায়না আদায়।"

সব ধরনের সবজির দামও বেশি। আলু আর পেপে ছাড়া অন্য সব সবজির কেজি ৬০ টাকার ওপরে।

আরেক বিক্রেতা বলেন, "সত্তর থেকে ৮০ টাকা কেজি উস্তা, চিচিঙ্গা ৭০, বেগুন ৮০ টাকা, বরবটি ৮০ টাকা কেজি।"

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ এলেও দাম অনেক বেশি। অন্য মাছের দামও চড়া। তবে, আগের দামেই গরুর মাংশ ৭শ আর খাসির মাংশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।  

বাজারের এমন পরিস্থিতিতে বিপাকে পড়া সাধারণ মানুষ বলছেন, পরিস্থিতির পরিবর্তনে দরকার কঠোর মনিটরিং। 

এসবি/