ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

পাকিস্তানকে ২২৪ রানে গুটিয়ে দিল টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

এবারের পাকিস্তান সফরে একমাত্র চার দিনের ম্যাচের প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগেই স্বাগতিক যুবাদের গুটিয়ে দিয়েছে আহরার আমিনের দল। 

শুক্রবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২২৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শেষ সেশনে পর্যাপ্ত আলো না থাকায় ২০ ওভার আগেই দিনের খেলা শেষ করে দেয়া হয়। যার ফলে প্রতিপক্ষ গুটিয়ে গেলেও ব্যাটিংয়ে নামা হয়নি সফরকারীদের।

দিনের শুরুতেই স্বাগতিকদের চেপে ধরে টাইগার যুবারা। ইনিংসের চতুর্থ ওভারে রানের খাতা খোলার আগেই আউট হন পাকিস্তানের অধিনায়ক সাদ বেগ। টাইগার বোলিং তোপে দলীয় ৫০ রানেই সাজঘরে ফেরেন চার ব্যাটার। 

পঞ্চম উইকেটে ৭১ রান যোগ করেন হাসিব নাজিম ও মোহাম্মদ জুলফিকাল। দুজনেই ফিফটির সম্ভাবনা জাগালেও জুলফিকাল ৪৩ ও হাসিব আউট হন ৩৩ রান করে। 

সপ্তম উইকেট জুটিতে আবারও প্রতিরোধ গড়েন মোহাম্মদ ইবতিসাম ও আলি আসফান্দ। এ দুজন মিলে যোগ করেন ৬৪ রান। ইবতিসাম ৩৯ রান করে ফিরলে ভাঙে এই জুটি। শেষ পর্যন্ত ৪১ রানে অপরাজিত থেকে যান আসফান্দ। 

সফরকারী যুবাদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রোহানাত দৌল্লাহ বর্ষণ। এছাড়া মারুফ মৃধা ও জিসান আলম ঝুলিতে পুরেছেন ২টি করে উইকেট। 

এনএস//