বাগানে মিললো কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
স্বজনদের আহাজারি
নাটোরে একটি লেবু বাগান থেকে আব্দুল মোবারক (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার হালসা ইউনিয়নের বিপ্রহালসা এলাকার ওই লেবু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মোবারক ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মোবারক ও প্রবাসী আব্দুল খালেক দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিদেশ থেকে ফিরে আসার পর আব্দুল খালেক এই বিরোধের জেরে ভাই মোবারক এবং তার স্ত্রী সন্তানদের মারপিট করেন। এঘটনায় আহত মোবারক চিকিৎসা নিয়ে পরিবারসহ বাড়িতে ফিরে আসেন।
কিন্ত শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের লেবু বাগানে মোবারকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার হয়।
নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই ভাইকে বাড়িতে পাওয়া যায়নি।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড না স্বাভাবিক মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে।
এএইচ