ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

সেমি নিশ্চিতে প্রোটিয়াদের লক্ষ্য ১৫৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস। এই ম্যাচে নেদারল্যান্ডসকে যে কোনও ব্যবধানে হারালেই সেমিফাইনালে জায়গা করে নেবে প্রোটিয়ারা। আর এ জন্য ডাচদের বিপক্ষে ১৫৯ রানের লক্ষ্য পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

রোববার অ্যাডিলেড ওভালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। যার ফলে আগে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয় ডাচরা। অর্থাৎ কোনো রকমে ১৫৯ রান করলেই সেমিফাইনালে জায়গা করে নেবে আফ্রিকা।

নেদারল্যান্ডসের পক্ষে এদিন টপ অর্ডারের সব ব্যাটাররাই মাঝারি মানের ইনিংস খেলেছেন। এরমধ্যে সর্বোচ্চ অপরাজিত ৪১ রান এসেছে কলিন অ্যাকারমানের ব্যাট থেকে। এছাড়া স্টিফেন মাইবার্গ ৩৭ এবং টম কুপার করেছেন ৩৫ রান।

প্রোটিয়াদের পক্ষে এনরিখ নরকিয়া ৪ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন। এছাড়া কেশব মহারাজ ২৭ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট।

এনএস//