ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বিএসএইচআরএম’র ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন ২৫ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এবং গার্ডিয়ান লাইফের যৌথ উদ্যোগে ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন-২০২২ আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। 

সম্মেলনে বলা হয়, বাংলাদেশের প্রায় ৩৫শ’র বেশি মানব সম্পদ পেশাজীবীদের সর্ববৃহৎ মানব সম্পদ সংগঠন বিএসএইচআরএম’র উদ্যোগে ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন-২০২২ আগামী ২৫ নভেম্বর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে।  

বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য ও কর্পোরেট হাউজগুলোর সফলতার ক্ষেত্রে মানব সম্পদ পেশার ক্রমপরিবর্তনশীল গুরুত্বের কথা বিবেচনা করে এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে “HR LEADERSHIP IN EVER-CHANGING BUSINESS THROUGH INNOVATION”। 

উল্লেখ্য যে, এ বছর আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স। 

বেসরকারিভাবে মানব সম্পদ পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। তখন থেকে এ সংগঠনটি মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সচেষ্ট এবং নিজস্ব উদ্যোগে নিয়মিত মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে। 

এর কাজের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ওয়ার্ল্ড ফেডারেশন অফ পিপল ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশনসসহ বিশ্বের বিভিন্ন মানব সম্পদ সংগঠন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে।

বিএসএইচআরএম মানব সম্পদ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রফেশনাল প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য ২০২০ সালে বিএসএইচআরএম ইনস্টিটিউশন অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠা করে। যেখানে শুধুমাত্র বিএসএইচআরএম’র সদ্যস্যরা শেয়ার ক্রয় করার মাধ্যমে এর মালিকানা গ্রহণ করতে পারবে। 

বিএসএইচআরএম এ পর্যন্ত ৮টি আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলনের আয়োজন করেছে। যথাক্রমে ২য় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১২, বিএসএইচআরএম-গ্রামীণফোন আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৪, বিএসএইচআরএম ৪র্থ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৫, ৫ম বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৬, ৬ষ্ঠ বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৭, বিএসএইচআরএম ৭তম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৮, বিএসএইচআরএম-এনএসইউ ৮ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৯। 

উক্ত সম্মেলনগুলোতে দেশি-বিদেশি বহু এইচআর প্রফেশনাল ও প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচ