ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

নদীতে গোলস করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে মুনসুর রহমান মিন্টু (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ডুবরী দল। 

রোববার সকালে উপজেলার দয়রামপুর নন্দীকুজা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মুনসুর রহমান মিন্টু শনিবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। 

নিহত মুনসুর রহমান মিন্টু পার্শ্ববর্তী লালপুর উপজেলার মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি বাগাতিপাড়ায় শ্বশুরালয়ে বসবাস করতেন।

নিহতের বড়র ছেলে সাহেব আলী জানান, তার বাবা নদীর ধারের একটি পেয়ারা বাগানে গত ২২ দিন ধরে প্রহরীর কাজ করতেন। এ কারণে তিনি ওই বাগানেই  থাকতেন। শনিবার দুপুরে গোসলের জন্য নদীতে নামার পর তিনি নিখোঁজ হন। 

স্থানীয়রা তার পড়নের লুঙ্গি ও ব্যবহারের লাঠি নদীর ধারে পড়ে থাকতে দেখে সংবাদ দেয়। পরে তার স্যান্ডেল নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

এলাকাবাসীরা নদীতে নেমে খোঁজাখুজি করেও তাকে না পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনে খবর দেয়া হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান চালান। কিন্তু তাকে না পাওয়ায় রাজশাহীর ডুবরি দলকে জানানো হয়। 

রোববার সকালে ডুবরি দল প্রায় দু’ঘণ্টা তল্লাশী চালিয়ে নদীর তলদেশ থেকে নিখোঁজ মুনসুর রহমান মিন্টুর মরদেহ উদ্ধার করে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুনসুর রহমান অসুস্থ ও বয়স্ক হওয়ায় গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যান। শনিবার রাত অবধি অনুসন্ধান চালিয়ে তাকে না পেয়ে রাজশাহীর ডুবরি দল ডাকা হয়। তারা আজ রোববার সকাল ৬  থেকে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে। 

এএইচ