বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।
রোববার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আড়িয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৎ
নিহত ও আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক জুবায়ের আহমেদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কে আড়িয়াব এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান চালক নিহত ও আহত হয় কয়েকজন।
তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনা পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান জুবায়ের আহমেদ।
এএইচ