ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

কালিয়াকৈরে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার

গাজীপুরের কালিয়াকৈরে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল নিহতদের মৃতদেহ উদ্ধার করলেও গাড়িটি পালিয়ে যায়। 

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের অফিসার্স ইনচার্জ মো. আতিকুল ইসলাম জানান, বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রাতে ইউটার্নে একটি অজ্ঞাত গাড়ি ঘুরানোর সময় টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলকে চাপা দিয়ে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই আল আমিন নামে মোটরসাইকেল একজন আরোহী নিহত হয়। আহত হয় একজন, আহত অনিককে গুরুত্ব অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তারও মৃত্যু হয়। 

পুলিশ নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কেআই//