আড়াইহাজারে লেগুনা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লেগুনা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরও দুইজন। উপজেলার মদনপুর গাজীপুর সড়কের শাখায় নরসিংদী-মদনগঞ্জ অংশের লঙ্গুরদী এলাকায় বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লেগুনার চালক রতন মিয়া (৩৫)। তিনি উপজেলা কৃষ্ণপুরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। একই উপজেলার লসকুরদী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে দিন ইসলাম (৪৫)। তিনি ইজিবাইকের চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী মদনগঞ্জ অংশের লঙ্গুরদী এলাকায় বিকেল ৩টার দিকে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক রতন মিয়া নিহত হন। এসময় স্থানীয়রা লেগুনার যাত্রীসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ইজিবাইকের চালক দিন ইসলাম।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি ফেলে রেখে পালিয়েছে চালক। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত লেগুনাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কেআই//