সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার
অধ্যক্ষ মো. আবদুর রউফকে আহ্বায়ক এবং প্রভাষক ড. মো. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পিযুষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব প্রফেসর ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর সাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আবদুস সালাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, অ্যাড. শচীন্দ্রনাথ মিত্র, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সাহা, ডা. উমেশ চন্দ্র সরকার, মিসেস উর্মিলা রায়, বদর উদ্দিন আহাম্মদ, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান (বাচ্চু), অ্যাডভোকেট আবদুর রশীদ, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এবং আমিনুর রহমান মানিক।
সম্প্রীতি বাংলাদেশ’র মানিকগঞ্জ জেলা আহবায়ক কমিটির কার্যকরি সদস্যরা হলেন- মো. আনিসুর রহমান, আতিকুর রহমান খান, আশুতোষ চক্রবর্তী, বাসুদেব কুমার সাহা, শ্যামল কুমার সরকার, মো. রহিজ উদ্দিন, মো. আইয়ুব আজাদ, মোহাম্মদ আলী, রওশন আলম, মোহাম্মদ আলী খান, কাশীনাথ সরকার, খায়রুল বাশার রাজু, মো. খোরশেদ আলম, আবু বকর সিদ্দিক, চিত্তরঞ্জন দে, মো. কবির হোসেন, আবু বকর সিদ্দিক, কৃষ্ণ সরকার, এএইচএম জাহাঙ্গীর কবির (আরিফ), ওমর ফারুক, মফিজুল হক ফিরোজ, মো. হাবিবুর রহমান, মিজানুর রহমান খান, কামরুল হাসান পলাশ, পাভেল রহমান ঠাকুর, মো. ফিরোজ হোসেন, মো. মিজানুর রহমান রুবেল, একেএম বদরুদ্দোজা মিন্টু, মোহাম্মদ আতাউর রহমান (জানু দর্জি) এবং বিনয় বণিক।
এসি