ট্রলের শিকার রাশমিকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ভারতীয় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে বর্তমানে আলোচনা ছাড়িয়ে সেটি যেন নিন্দুকদের লাগাতার ব্যঙ্গ, বিদ্রূপ ও কটাক্ষে পরিণত হয়েছে। আর তাতেই যেন মানসিক ভাবে আহত হয়েছেন এই অভিনেত্রী। যারই প্রমাণ মিলল তার ইনস্টাগ্রাম পোস্টে।
মূলত সম্প্রতি ভারতের বক্স অফিসে ঝড় তোলা কন্নড় ছবি ‘কানতারা’ দেখেননি বলে মন্তব্য করেন রাশমিকা। তাতেই ট্রোলের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। তাইতো ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের মনের অবস্থা অনুরাগীদের জানালেন রাশমিকা।
পোস্টে রাশমিকা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে নানা নেতিবাচক কথা শুনতে হয়েছে। পাঞ্চিং ব্যাগের মতো আঘাত করা হয়েছে তাকে। এই বিষয়গুলিতে তিনি ভীষণভাবে আহত হয়েছেন।
অভিনেত্রী আরও লেখেন, নেট দুনিয়ায় আমাকে যখন হাসির খোরাক বা নিন্দার পাত্র করা হয়, যা বলিনি তা নিয়ে কটাক্ষ করা হয়। তখন আমার মন ভেঙে চুরমার হয়ে যায়। সত্যি কথা বলতে কি এগুলো চূড়ান্ত হতাশাজনক।
সমালোচনা কোনো মানুষকে নিজের ভুল শুধরে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এই ঘৃণা আর নিন্দার প্রবণতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন রাশমিকা। তবে এতকিছুর মধ্যেও নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। অনুরাগীদের প্রতি ভালোবাসাও ব্যক্ত করেছেন তিনি।
২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’র মাধ্যমে অভিনয় জগতে রাশমিকার সফর শুরু হয়। তারপর তামিল, তেলেগু ভাষাতেও অভিনয় করেছেন। তবে পুষ্পা: দ্য রাইজ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান রাশমিকা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএম/