ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার

কুয়েট শিক্ষার্থী মো. রাহুল

কুয়েট শিক্ষার্থী মো. রাহুল

জয়পুরহাট রেলস্টেশনের প্লাটফর্মে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে পড়ে মো. রাহুল নামে এক কুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) ভোর ৪দিকে এ ঘটনা ঘটে।

নিহত কুয়েট শিক্ষার্থী মো. রাহুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে পুলিশের সদস্য আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ওই শিক্ষার্থী খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট আসতেছিলেন। তবে ট্রেনটি জয়পুরহাট স্টেশন অতিক্রম করার সময় তার বিষয়টি নজরে আসে। পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত প্লার্টফর্মে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”

এসএ//এনএস//