ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

আট বছর ধরে ভাঙ্গা সেতুই ভরসা ৩৫ গ্রামের মানুষের (ভিডিও)

মাসুমা লিসা

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার | আপডেট: ০১:২৫ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার

আট বছর আগে হেলে পড়লেও নাটোরের সিংড়ার পানাউল্লাহ খালের ব্রিজটি এখনো সংস্কার হয়নি। হেলে পড়া ব্রিজের ওপর দিয়েই চলাচল করছে ৩৫ গ্রামের মানুষ। সংযোগ সড়কেরও বেহাল দশা। এ অবস্থায় ব্রিজটি পুনঃনির্মাণ ও সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। অন্যদিকে বখতারপুর থেকে রাণীতলার তিন কিলোমিটারের এবড়ো থেবড়ো সড়কে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।

সিংড়া উপজেলার বখতারপুর পানাউল্লাহ খালের ওপর আশির দশকে নির্মাণ হওয়া ১৫ মিটারের সেতুটি ২০১৫ সালে বন্যার পানির তোড়ে হেলে পড়ে। তিন বছর পর আরেক দফা বন্যায় ব্রিজের দুপাড়ের সংযোগ সড়কের মাটি ধসে যায়। সড়ক থেকে ব্রিজ পর্যন্ত এভাবেই বাঁশের সাঁকো তৈরি করে চলতে হচ্ছে স্থানীয়দের। ব্রিজ ও সড়কের এই বেহাল অবস্থায় ঝুঁকি নিয়েই চলাচল করছে ৩৫ গ্রামের মানুষ। 

স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রীর নিজের গ্রাম হওয়ায় স্থানীয়দের প্রত্যাশা ছিল ব্রিজটি দ্রুতই পুননির্মাণ হবে। আট বছরেও তা না হওয়ায় হতাশ স্থানীয়রা। 

অন্যদিকে বখতারপুর ব্রিজ থেকে রানীনগর বটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক এরকমই এবড়ো থেবড়ো। যানবাহান চলাচল বন্ধ হওয়ায় প্রায় সবাইকেই পায়ে হেঁটেই চলাচল করতে হচ্ছে।

উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষক। দ্রুতই সেতু পুনঃনির্মাণ ও সড়ক পাকা হবে, দুর হবে দুর্ভোগ- এতোদিন এই আশা নিয়েই ছিলেন স্থানীয়রা। তারা চান কর্তৃপক্ষের আশ্বাসের বাস্তবায়ন।

এমএম/