ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বাগাতিপাড়ায় অস্বাভাবিক মৃত্যুতে বাড়ছে উদ্বেগ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার

নাটোরের বাগাতিপাড়ায় উদ্বেগজনকহারে বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। গত ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দশ দিনে ৮ জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এরমধ্যে পরপর তিনদিনে ৩ শিক্ষার্থীর আত্মহননের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। 

অপর ৫ জনের মধ্যে সড়ক দুর্ঘটনায় ২ জন, পানিতে ডুবে ২ জন মারা যান। অপরজনের ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডার সময় মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর উপজেলার ভাটোপাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে  ছইমুদ্দিন (৬৫)  নামে এক বৃদ্ধের আকস্মিক মৃত্যু হয়। ৫ নভেম্বর উপজেলার দয়রামপুর নন্দীকুজা এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে মুনসুর রহমান মন্টু (৬৫) নামের এক বৃদ্ধ এবং ১১ নভেম্বর উপজেলা ইউএনও পার্ক এলাকায় মাছ ধরতে গিয়ে মুরাদপুর গ্রামের সাদেকুল ইসলাম (৩২) নামে আনসার ভিডিপি সদস্য পানিতে ডুবে মারা যান। 

৬ নভেম্বর উপজেলার নওশেরা গ্রামের দম্পত্তি আসিউল ইসলাম সবুজ (৩১) ও তার স্ত্রী শোভা খাতুন (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই দম্পতি ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাগাতিপাড়ায় নিজ গ্রামে ফেরার পথে বঙ্গবন্ধু সেতু এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। সবুজ ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। 

৮ নভেম্বর উপজেলার স্বরূপপুর গ্রামের আজিজুলের মেয়ে ও লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিতু খাতুন (১৩) মা-বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

৯ নভেম্বর উপজেলার দয়ারামপুর বিলপাড়া এলাকার মোস্তাফিজ ভিলার ৩য় তলা থেকে মেজবাউল জারিফ অর্ঘ্য নামে বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির (বাউয়েট)’র এলএলবি ডিপার্টমেন্টের সপ্তম ব্যাচের প্রথমবর্ষের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মেজবাউল জারিফ অর্ঘ্য চাঁপাইনবাবগঞ্জ সদরের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাসার মেজবাউল জাফরের ছেলে। 

গত ১০ নভেম্বর রাতে বাবার উপর অভিমান করে চৈতালি মণ্ডল চৈতী (১৩) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেন।  চৈতী উপজেলার নওশেরা এলাকার পলাশ মণ্ডলের মেয়ে এবং বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এসব অপমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।

স্থানীয় সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় শিক্ষার্থীদের আত্মহননের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, নৈতিক শিক্ষার অভাব, পিতা-মাতার উপর অভিমান এবং অসতর্কতায় তাজা প্রাণগুলো মৃত্যুর পথে ধাবিত হচ্ছে। 

সকল অভিভাবককে সন্তানদের প্রতি সহনীয় আচরণ করার পরামর্শসহ সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

এএইচ