ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

লাইনে উপুড় হয়ে শুয়ে ব্যক্তি, উপর দিয়ে চলে গেল ট্রেন!

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার

যেন গোটা শরীরের উপর দিয়ে মৃত্যুই ছুটে চলে গেল! মাথা তুললেই ছিন্নভিন্ন হত দেহ। কিন্তু ধৈর্য্যের পরিচয় দিলেন তিনি। নিচু হয়ে বসে থাকলেন। যে ভিডিও দেখে আঁতকে উঠল সকলে। শর্টকার্টে লাইন পার হতে গিয়ে প্রাণটাই খোয়াচ্ছিলেন ভারতের বিহারের এক বাসিন্দা।

প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের তলা দিয়ে লাইন পার হতে চেয়েছিলেন। কিন্তু ট্রেন ছেড়ে দেয় আচমকা। ওই ব্যক্তির উপর দিয়েই চলে যায় ট্রেনটি। যদিও বেঁচে যান তিনি।কিছুটা উপস্থিত বুদ্ধি, বাকিটা ভাগ্যের জোরে। ঠিক কী ঘটেছিল?

বিহারের ভাগলপুরে কাহালগাঁও স্টেশনের ঘটনা। এক ব্যক্তির মরতে মরতে বাঁচার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাহালগাঁও স্টেশনে ওই ট্রেনটি আগে থেকে দাঁড়িয়ে ছিল। ওই ব্যক্তি ট্রেন দেখেও ওভারব্রিজের বদলে ট্রেনের তলা দিয়েই লাইন পার হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে বুকে ভর দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আচমকা ট্রেন ছেড়ে দেয়। ফলে ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়েন ব্যক্তি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সঙ্গের ব্যাগ নিয়ে লাইনে উপুড় হয়ে শুয়ে ব্যক্তি, তখন উপর দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন। ট্রেনটি চল যাওয়া অবধি ওভাবেই শুয়ে থাকেন মাঝ বয়সি ভদ্রলোক। চলে যাওয়ার পর হাসি মুখে উঠে দাঁড়ান। কার্যত উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যান বিহারের বাসিন্দা ওই ব্যক্তি। নিজে বেঁচে গেলেও তার ভিডিও দেখে আঁতকে উঠছে নেটিজেন। বুক কেঁপে উঠেছে সকলের। পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তির উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে সকলে। কারণ ট্রেন চলাকালীন মাথা তুললেই অবধারিত মৃত্যু ছিল।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/