সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের পাশে ২৪৩ বোতল ফেন্সিডিল সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। এরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের গেদরা মারারধার গ্রামের ফারুক হোসেন (২৫), ঠাকুরগাঁও সদর থানার চামেম্বরী গ্রামের আইযুব আলী ছেলে আসাদুজ্জামান (২৭)।
র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, রোববার সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি টিম সিরাজগঞ্জ সদর উপজেলার মুনসুর আলী রেল স্টেশন সংলগ্ন মাষ্টার ভবনের পাশে অভিযান চালায়। তখন ২৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে মাদক-ক্রয় ও বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল তারা।
এদিকে আটকৃদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দিয়ে দুপুরে উদ্ধারকৃত মাদকসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কেআই//