‘বেসিস ন্যাশনাল আইসিটি’ অ্যাওয়ার্ড পেল বেক্সিমকো কম্পিউটারস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার
বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটারস লিমিটেড (বিসিএল) এবছর গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিসেস ক্যাটাগরিতে বিজয়ী হয়ে ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২২’ গ্রহণ করেছে।
রোববার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিএল এ তথ্য জানায়।
দেশের তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ‘খাদ্য বান্ধব কর্মসূচির (এফএফপি)’ আওতায় এ পুরস্কার প্রদান করা হয়েছে।
এ বছর দেশের তথ্যপ্রযুক্তি খাতের সৃজনশীল প্রকল্প ও পণ্যকে সম্মান জানাতে ৩৬টি বিভাগে ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়েছে। মোট ৬৮টি প্রতিষ্ঠান/প্রকল্প এ পুরস্কারে ভূষিত হয়েছে। অতি সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা প্যাসিফিক আইটি শিল্পের অস্কার হিসাবে পরিচিত এশিয়া-প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডস (অ্যাপিকটা) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, ‘খাদ্য বান্ধব কর্মসূচি (এফএফপি)’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন, যেখানে ভর্তুকি মূল্যে চাল প্রদানের মাধ্যমে দুর্বল পরিবার এবং গ্রামীণ পরিবারগুলিকে পুষ্টি সহায়তা প্রদান নিশ্চিত করা হবে।
বিসিএল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় অত্যন্ত দরিদ্র পরিবার অর্থাৎ সত্যিকার অর্থেই যাদের খাদ্যের প্রয়োজন-এরকম সাড়ে বিয়াল্লিশ লাখ (৪ দশমিক ২৫ মিলিয়ন) মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ উদ্যোগটি ২০২২ সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং মাত্র ৫ মাস পরেই বিসিএল এই কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, খাদ্য বান্ধব কর্মসূচি’ (এফএফপি) সরকারি স্তর থেকে ব্যক্তি স্তর পর্যন্ত ও মধ্যস্থতাকারীদের মূল্য নির্ধারণ ও সঠিকভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করতে সহায়তা প্রদান করবে। প্রায় ১১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের খাদ্যশস্য এফএফপি সিস্টেমের মাধ্যমে সরবরাহ করা হবে।
এসি