ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কেন পাকিস্তান ছাড়লেন? বিস্ফোরক জবাব আদনান সামির

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার

সম্প্রতি তিনি জানালেন, কেন তিনি পাকিস্তান ছেড়েছিলেন। আর আদনান সামি যা বলেছেন, তাতে চমকে উঠছেন তার অনুরাগীরা।

সকলেই জানেন জনপ্রিয় গায়ক আদনান সামি পাকিস্তান থেকে এসে ভারতের নাগরিকত্ব নেন। দীর্ঘ আইনি জটিলতা এবং লড়াইয়ের পর তিনি এদেশের নাগরিক হয়ে ওঠার অনুমতি পান। সম্প্রতি তিনি জানালেন, কেন তিনি পাকিস্তান ছেড়েছিলেন। আর আদনান সামি যা বলেছেন, তাতে চমকে উঠছেন তার অনুরাগীরা।

পাকিস্তানের নাগরিক হলেও আদনান সামির জন্ম হয় ব্রিটেনে। কিন্তু পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে তিনি ভারতের নাগরিক হন। ২০১৬ সাল থেকে তিনি ভারতের নাগরিক। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তাকে কত লড়াই করতে হয়েছে, সে সম্পর্কেও আগে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন।

তবে, এবার পাকিস্তান সরকার সম্পর্কে তিনি যা বললেন, তাতে চমকে যাচ্ছেন তার অনুরাগীরা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আদনান সামি একটি পোস্ট করেছেন। মঞ্চে গান গাওয়ার নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, 'অনেক মানুষই আমাকে জিজ্ঞাসা করেন যে, কেন আমি পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করলাম। ওখানকার সাধারণ মানুষের সম্পর্কে আমার কোনও খারাপ ধারণা নেই। যারা আমাকে ভালোবাসেন, আমিও তাদের ভালোবাসি।

কিন্তু ওদেশের সরকার আমার সঙ্গে যা করেছে, সেটাই আমার পাকিস্তান ত্যাগের মূল কারণ। শীঘ্রই একদিন আমি পাকিস্তান সরকারের কীর্তি ফাঁস করে দেব। যা শুনে চমকে যাবেন সাধারণ মানুষ। বছরের পর বছর ধরে আমি চুপ করে রয়েছি, তার পিছনে কিছু কারণ রয়েছে। তবে, আমি সঠিক সময় চাইছি, যখন সব কথা বলতে পারব।'

আদনান সামির কথায় হতবাক নেটিজেনরা। তার পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন তারা। কেউ লিখেছেন, 'আপনি সত্যিই একটু অন্য ধরনের মানুষ আদনান। কয়েক বছর আগে চেন্নাইতে আমার পরিবারের এক সদস্যের সঙ্গে আপনার দেখা হয়েছিল। আর তার কাছ থেকে আপনার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি।' আবার কেউ লিখেছেন, 'আদনান জি আপনি আমাদের দেশের গর্ব। সারা বিশ্বকে আপনার সঙ্গীত দিয়ে মুগ্ধ করে রাখুন।' কেউ আবার লিখেছেন, 'ভারত আপনার সঙ্গে রয়েছে'।

সূত্র: এবিপি আনন্দ

এসবি/