ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শাকিবের দল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভক্তরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে মাতামাতি শুরু হয়েছে বিশ্বব্যাপী। সেই জোয়ারে গা ভাসিয়েছে বাংলাদেশের ভক্তরাও। বাদ নেই বাংলাদেশি সেলিব্রিটিরাও। তারাও মেতে উঠেছেন ফুটবলের এই মহা আয়োজনে।

এদিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত। সম্প্রতি দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে বেশ আলোচনা চলেছে।

কিন্তু শুটিং নিয়েই বেশি মনোযোগ ছিল তার। তবে সাম্প্রতিক সময়ের এই ফুটবল খেলার উন্মাদনায় কে কোন দল করছেন ঠিক তখনই নানা তথ্য থেকে শাকিব খানের ভক্তরা জানতে চাইলেন তিনি কোন দল করেন?

তবে এ নিয়ে সাম্প্রতিক সময়ে শাকিব খানের কাছে উত্তর না পেলেও ২০১৮ সালে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে শাকিবের একটি বক্তব্য প্রচারিত হয়। সেখানে শাকিবের বক্তব্য ছিল, ‘একসময় নিয়ম করে ফুটবল খেলতাম। এখন আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। ভাবতে খুবই ভালো লাগত। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।’

অন্যদিকে ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর শাকিব তার সামজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন,‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’

তবে ২০১৪ সালে দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন, নেইমারের খেলা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। এবং বিশ্বকাপ ব্রাজিলই জিতবে।’

তার মানে ২০১৪ সালের বক্তব্যে ব্রাজিল, ২০১৮ সালের বক্তব্যে আর্জেন্টিনা, ২০২১ সালের বক্তব্য আর্জেন্টিনার দিকে। ২০২২ সালে কোন দল সাপোর্ট করছেন? প্রশ্নটা থেকেই গেল।

তবে সবশেষ অনলাইনে একটি সরাসরি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাকিব খান। সেখানে ব্রাজিলের পক্ষে এক ভক্ত সমর্থনের কথা জানিয়েছিলেন, সেখানে শাকিব খান ‘ইয়েস’ বলে বলে তুড়ি মেরে উঠেছিলেন। অর্থাৎ ২০২২ সালে শাকিবের বক্তব্য ও সমর্থন ব্রাজিলের দিকেই।

এমএম/