ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সিংড়ায় ফিলিং স্টেশনে আগুন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪ এএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

নাটোরের সিংড়ায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

বুধবার রাত সোয়া ১০টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। 

খবর পেয়ে চৌগ্রাম ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

সিংড়া ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার কর্মীরা চৌগ্রাম থেকে সিংড়া সদরের ঘটনাস্থলে ছুটে যান। তবে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিংড়া ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী দাউদার মাহমুদ জানান, রাত সোয়া ১০টার দিকে ফিলিং স্টেশন চত্তরের পেছনের দিকে থাকা একটি তেলের টাঙ্কিতে আগুন লাগে। এতে ওই ট্যাঙ্কিতে মজুদকৃত জ্বালানি তেল সম্পুর্ণ পুড়ে যায়। 

তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। 

ওই ট্যাঙ্কির ওপর ট্যাঙ্ক লরি থেকে তেল সরবরাহ নেওয়ার কাজে ব্যবহৃত পাইপ রাখা ছিল। ধারণা করা হচ্ছে, কারো ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে ওই পাইপে আগুন লেগে এই ভয়াবহ ঘটনা ঘটে থাকতে পারে। 

এএইচ