অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছরের কারাদণ্ড
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে আফতাব হোসেন ভোলন নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে দোগাছি এলাকায় অস্ত্র কেনা-বেচার সময় আফতাব হোসেন ভোলনকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
পরবর্তীতে মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অবৈধ অস্ত্র রাখার দায়ে আজ আফতাবকে ১০ বছর কারাদণ্ডের রায় দেয় আদালত।
এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এএইচ