ইউক্রেনের শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি বহাল থাকবে: তুরস্ক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৫:০৭ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানী সংক্রান্ত চুক্তি বর্তমান শর্তে বহাল থাকবে। তুরস্কের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চুক্তিটি বর্তমান শর্তে চার মাসের জন্য বহাল থাকবে।
বিশ্বের শস্যভান্ডার হিসেবে বিবেচিত ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার কারণে দেশটির বন্দরে দুই কোটি টন খাদ্যশস্য আটকা পড়ে। জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তির মধ্যদিয়ে এ অচলাবস্থার অবসান ঘটে।
তুরস্কের সিনিয়র ওই কর্মকর্তা বলেন, শীতকাল বিবেচনায় চুক্তিটি আরো চার মাস বহাল থাকবে। শীতকাল শেষে নতুন ব্যবস্থা নেয়া হবে।
আলোচনার সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক একটি সূত্র নিশ্চিত করে বলেছে, সংশ্লিষ্ট সকলে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বুধবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, আমি মনে করি চুক্তি অব্যাহত থাকবে। এতে কোন সমস্যা নেই।- বাসস
এসি