ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

সিলেট অঞ্চলে ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:১৭ এএম, ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার

প্রশাসনের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট অঞ্চলের বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শুক্রবার সকাল ৬টা থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হয়েছে এই ধর্মঘট। ৩৬ ঘন্টার এই ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে সিলেট জেলায় শনিবার সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা ধর্মঘট চলবে। কার্যত সিলেট জেলার সাথে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গণপরিবহন না পেয়ে অনেকে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, দাবি না মানায় এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। 

এসবি/