ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

প্রথমবারের মতো জনসম্মুখে কিমের কন্যা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিজের পরিবার নিয়ে সবসময় কঠোর গোপনীয়তা বজায় রাখেন। বিশেষ করে তার কতজন ছেলে বা মেয়ে আছে এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রথমবারের মতো মেয়েকে নিয়ে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার আলোচিত নেতা কিম জং উন।

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে। ছবিতে দেখা যায়, বাবা কিম জং উনের হাত ধরে আছে সাদা জ্যাকেট পরা মেয়ে।

শুক্রবার (১৮ নভেম্বর) বাবার সঙ্গে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখতে এসেছিল সে। কিম জং উনকে মেয়ের হাত ধরে হাঁটতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডান বলেছেন, ‘কিমের মেয়ের বয়স ১২-১৩ বছর মনে হচ্ছে। তার মানে আরও চার-পাঁচ বছর পর তিনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন অথবা সামরিক বাহিনীতে যোগ দেবেন।’

উত্তর কোরিয়া বিষয়ক এ বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, কিম তার মেয়েকে প্রকাশ্যে এনেছেন এটি দেখাতে যে, তার পরিবারের চতুর্থ প্রজন্মই দেশটির পরবর্তী শাসক হবেন।

ধারণা করা হয় কিমের মেয়ের নাম কিম চু এ। গণমাধ্যমের কাছে কিম জং উনের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম তথ্যই রয়েছে। তার বিয়ে, সন্তান- এসব নিয়ে রয়েছে নানা গুঞ্জন।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের মতে, কিম ও তার স্ত্রী রি সোল জুর ৩ সন্তান রয়েছে। তবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি কেউই। 

এসবি/