ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

মেসি নন, আর্জেন্টিনার ভরসা এবার তরুণরাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার

কোপা ও ফাইনালিসিমা জয়ী আর্জেন্টিনা

কোপা ও ফাইনালিসিমা জয়ী আর্জেন্টিনা

২০১৪ সালে অল্পের জন্য বিশ্বকাপ জেতা হয়নি। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রত্যাশা নিয়ে কাতার বিশ্বকাপে খেলতে নামছে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তোলাই তাদের লক্ষ্য। 

আর সেই স্বপ্ন যিনি পূরণ করতে পারেন, সেই লিওনেল মেসিও এবার মরিয়া। পঞ্চমবার বিশ্বকাপ খেলতে নামছেন তিনি। কিন্তু আগের চারবারই কাপ তুলতে ব্যর্থ হয়েছেন। ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ এটাই। তাই তা স্মরণীয় করে রাখতে চাইবেন আর্জেন্টিনার ফুটবলার। 

রাশিয়া বিশ্বকাপে একার পায়েই দলকে মূলপর্বে তুলেছিলেন। এবার অবশ্য তাকে বিশেষ পরিশ্রম করতে হয়নি। ব্রাজিলের পরে থেকেই শেষ করেছে দল। কিন্তু মূলপর্বেই লড়াইটা ছিল সব কিছুর থেকে আলাদা। গতবার আইসল্যান্ডের বিপক্ষে ড্র করাটা কেউই ভুলে যাননি। মেসিদের তাই লক্ষ্য, মসৃণভাবে গ্রুপ পর্ব পেরোনো, যাতে পরের দিকে গিয়ে দল কোনওভাবে চাপে না পড়ে।

পরিকল্পনা:
একটা সময় আর্জেন্টিনার দায়িত্ব কেউ নিতে চাননি। জর্জ সাম্পাওলি পদত্যাগ করার পর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাইতো অনূর্ধ্ব-২০ দলের কোচ লিওনেল স্কালোনিকেই দেওয়া হয় অন্তবর্তীকালীন দায়িত্ব। সেই স্কালোনির নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচে অপরাজিত তারা। 

শুধু তাই নয়, সাজঘরে স্কালোনির জনপ্রিয়তাও দারুণ। প্রথমে ২০১৯ কোপা আমেরিকা পর্যন্ত তাকে দায়িত্বে রাখার কথা ভাবা হয়েছিল। পরে বিশ্বকাপেও কোচ থেকে গেছেন তিনি। 

স্কালোনির সবচেয়ে বড় গুণ হলো- তরুণদের মধ্যে প্রতিভা চেনার ক্ষমতা, যা তিনি শিখেছেন যুব দলের কোচ থাকাকালীন। একাধিক তরুণ ফুটবলার রয়েছে এবারের আর্জেন্টিনা দলে, যারা চমকে দিতে পারে। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজই হোক বা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান রোমেরো, স্কালোনি সবাইকে সুযোগ দিয়েছেন। তুলে এনেছেন রদ্রিগো ডি পলের মতো প্রতিভাবান ফুটবলারকে। ফলাফল?

হাতেনাতেই পেয়েছে ফল। কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা জয়। মেসির পকেটে দু’টি আন্তর্জাতিক ট্রফি। যেভাবে দলকে এত দিন সাফল্য এনে দিয়েছেন, বিশ্বকাপেও সেই একই ফর্মুলা প্রয়োগ করতে চান স্কালোনি। ফলে এবার শুধু মেসির একার ওপর নন, দল নির্ভর করছে তরুণদের ওপরেও।

প্রধান ফুটবলার
লিওনেল মেসি ছাড়া আর কারও নামই করা যায় না। ৩৫ বছর বয়স হয়ে গেলেও তিনিই দলের প্রধান ফুটবলার। ক্যাবিনেটে বিশ্বকাপ বাদে সবই আছে। অধরা সেই ট্রফিটাই এবার পেতে মরিয়া মেসি। এত সাফল্য পেয়েও এখনও পর্যন্ত নিজের দেশে প্রয়াত দিয়েগো ম্যারাডোনার ছায়াতেই থেকেছেন। একটা বিশ্বকাপ তাকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিতে পারে। আগের মতো ক্ষুরধার না হলেও, মেসির পায়ে বল থাকলে কথা বলাতে পারেনি। এই বিশ্বকাপেই হয়তো শেষবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিভাবান এই  ফুটবলারকে দেখে নেওয়ার শেষ সুযোগ।

বিশ্বকাপের ইতিহাস
১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিজয়ী হয় আর্জেন্টিনা। শেষ বার নিজের দেশেই, ম্যারাডোনার হাত ধরে। এ ছাড়া ১৯৯০ এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনালিস্ট। গতবার বিদায় শেষ ষোলোতে।

পুরো দল:
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আর্মানি; 
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুইনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ; 
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেসান্দ্রো গোমেজ, এনজো ফের্নান্দেস, এজেকিয়েল পালাসিয়োস; 
ফরোয়ার্ড: আঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেস, আঞ্জেল কোরিয়া, থিয়াগো আলমাদা, পাওলো দিবালা এবং লিওনেল মেসি।

আর্জেন্টিনার ম্যাচ সূচি:
বনাম সৌদি আরব (২২ নভেম্বর, বিকেল ৪টা)
বনাম মেক্সিকো (২৬ নভেম্বর, রাত ১টা)
বনাম পোল্যান্ড (৩০ নভেম্বর, রাত ১টা)

সম্ভাব্য একাদশ (৪-১-২-৩):
এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো প্যারেদেস, নাহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো প্যারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেস, লিওনেল মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ।

এনএস//