ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ইউক্রেনকে ৫০ মিলিয়ন পাউন্ড দেয়ার ঘোষণা সুনাকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার | আপডেট: ১০:৫২ এএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার

ইউক্রেন সফরে গিয়ে ৫০ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে দেখা করে এ ঘোষণা দেন তিনি। 

শনিবার কিয়েভ সফরে সুনাক এই প্রতিশ্রুতি দেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

একটি প্যাকেজের আওতায় ঘোষিত এ সহায়তা বিমান হামলা প্রতিরোধে ব্যবহার করা হবে। 

জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেইনের বেসামরিক জনগণ এবং গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার সুরক্ষায় একটি বৃহৎ প্যাকেজ দেয়ার প্রতিশ্রুতি দেন সুনাক।

ঋষি সুনাক বলেন, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই যুক্তরাজ্য ইউক্রেনের পাশে রয়েছে। 

এর আগে, ইউক্রেনের সাধারণ মানুষকে লক্ষ্য করে ছোঁড়া ইরানের তৈরি ড্রোন দেখেন ঋষি সুনাক। কিয়েভে জরুরি সহায়তা কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।

প্রসঙ্গত এ মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেইনকে আরও এক হাজারের বেশি অ্যান্টি-এয়ার মিসাইল দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

এএইচ