‘ভূগর্ভস্থ পানি বেশি উঠালে বন্যার ঝুঁকি কমে’
বেরোবি প্রতিনিধি
প্রকাশিত : ১১:১৯ এএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার | আপডেট: ১১:২২ এএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার
ভূগর্ভস্থ পানি বেশি উঠালে বন্যার ঝুঁকি কমে যায় বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও গবেষক ড. আবু রেজা তৌফুকুল ইসলাম।
রোববার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ‘ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যান রাইটস’র আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
গবেষক ড. আবু রেজা তৌফুকুল ইসলাম বলেন, বাংলাদেশের আবহাওয়া নিয়ে সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে ভূগর্ভস্থ পানি বেশি উঠালে ওই এলাকায় বন্যার ঝুঁকি কমে যায়। ভূগর্ভস্থ পানি উঠালে পানি স্তর নীচে নেমে যাওয়ার কথা থাকলেও উল্টো আশির্বাদ স্বরুপ বন্যার সময় পানি চুষে নিয়ে ভূগর্ভের স্তর পূরণ হয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে বলা হয় বন্যার আতুর ঘর। প্রতিবছর লাখ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পরে। আমরা যদি বাংলাদেশের নদীগুলোকে যথাযথ ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশ থেকে বন্যা নিরসন করা সম্ভব হবে।
এই গবেষক বলেন, বৈশ্বিক তাপমাত্র দিন দিন বাড়ছে। গত একশ’ বছর আগে যে তাপমাত্রা ছিল তা এখন নাই। এই একবিংশ শতাব্দিতে পৃথিবীর তাপমাত্রা ৪-৮ ডিগ্রি সে. বৃদ্ধি পাবে। তখন আমাদের অবস্থা কি হবে? আমরা কি বিষয়টি চিন্তা করেছি।
‘আমরাই পারি আমাদের পরিবেশকে ঠিক রাখতে। এতে যুবসমাজ বড় ভূমিকা পালন করতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে। পরিবেশ নিয়ে ভাবতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক বলেন, একতাবদ্ধভাবে কাজ করলেই আবহাওয়া ও জলবায়ুকে রক্ষা করা সম্ভব। নিজেদের সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। একদিনে এ পরিবর্তন সম্ভব নয়। আমরা পরিবেশ নিয়ে সচেতন হলে পর্ববর্তী প্রজন্ম একটি ভালো পরিবেশ পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাইমেট জাস্টিজ এন্ড হিউম্যান রাইটসের রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর আসফাক সাজু, প্রোগ্রাম অফিসার এস জেড অপু, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এএইচ