গোলপোস্টের অতন্দ্র প্রহরী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার | আপডেট: ১১:৩৭ এএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
বিশ্বকাপের প্রথম দেখাতেই কিস্তিমাত। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল দুনিয়াকে বিস্ময় উপহার দিয়েছে সৌদি আরব। এমনটা ঘটবে সেটা কেউই ভাবেনি। কল্পনা করেননি মেসিরাও! তবে সেটাই হয়েছে।
কোচ হার্ভ রেনার্ডের রণকৌশল কাজে দিয়েছে ম্যাচে। গুরুর আঁকা ছকে পাঁচ মিনিটের আক্রমণের ঝড় তুলে গোল উপহার দেন আল শাহিরি ও সালেম আল দাওসারি। তাদের সঙ্গে আরও একজনের কৃতিত্ব রয়েছে ম্যাচটি জয়ে। তিনি সৌদি আরবের গোলপোস্টের অতন্দ্র প্রহরী মোহামেদ আলওয়াইস। সৌদির এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার।
পাহাড়ের মতো গোলবারের নিচে দাঁড়িয়ে থেকে সব আক্রমণ প্রতিহত করেন তিনি। পুরো খেলায় একবার পেনাল্টি ও তিন বার অফসাইড ছাড়া তাকে পরাস্ত করতে পারেননি মেসিরা। একে একে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার সাত সাতটি আক্রমণ। ৬ ফুট ২ ইঞ্চির দেহের অধিকারী আলওয়াসিকে টপকে দ্বিতীয় গোল করার সুযোগ হয়নি লিওলেন মেসিদের।
‘সুপারম্যান’ হয়ে একে একে ব্যর্থ করে দেন আর্জেন্টিনার পাঁচটি গোল চেষ্টা। তার অসাধারণ সব সেভে সৌদি আরব প্রথমবারের মতো হারিয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচে সৌদি আরবের জয়ের এই নায়ক পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও।
আলওয়াইসি প্রথম বার খেলতে নেমেছিলেন ২০১৮ সালের বিশ্বকাপে। কিন্তু উরুগুয়ের বিরুদ্ধে একটি ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নেমেই জাত চেনালেন সৌদি গোলরক্ষক। খেলার শুরুতেই আলওয়াইসি বুঝিয়ে দিয়েছিলেন, গোলের নিচে তাকে ভরসা করতে পারে তার দল।
বক্সের মধ্যে থেকে মেসির বাঁ পায়ের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন তিনি। নইলে খেলার শুরুতেই এগিয়ে যেত আর্জেন্টিনা।
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে এগিয়ে যায় সৌদি। গোল শোধের জন্য আর্জেন্টিনা যখন মরিয়া ঠিক তখনই আরও শক্ত হয়ে পাহাড়ের নিচে লম্বা হয়ে দাঁড়ান আলওয়াইসি। ৬৩ মিনিটের মাথায় লাউতারো মার্তিনেজের শট আটকে দেন তিনি।
এসএ/