ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে এফবিসিসিআইর গুরুত্বারোপ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০৬:২৬ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে গবেষণা, পণ্যের মান উন্নয়ন ও বাজারজাতকরণে গুরুত্ব দিতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রতিষ্ঠানটি মনে করে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বিভিন্ন হস্তশিল্পের পণ্যকে দেশিয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মত করতে হলে গবেষণা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। 

মঙ্গলবার সংগঠনের হস্তশিল্প, তাঁত ও কুটির শিল্প ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পণ্য বিষয়ক স্টান্ডিং কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি মো. রাশিদুল করিম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। 

এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অঅমিন হিলালী, পরিচালক মো. আলী হোসেন শিশির, আক্কাস মাহমুদ, সাবেক পরিচালক শাহেদুল ইসলাম হেলাল এবং নাসিব সভাপতি নুরুল গনি স্বপন প্রমুখ। 

মো. রাশিদুল করিম মুন্না বলেন, সভায় আলোচ্য খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো খুঁজে বের করে আগামী সাত বছরের জন্য কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে জেলা পর্যায়ে যেসব উদ্যোক্তা আছেন তাদের উৎপাদিত পণ্য যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজারজাত করা যায় সে লক্ষ্যে কাজ করার বিষয়ে মতৈক্য হয়েছে। এ ক্ষেত্রে গবেষণা দারুন কাজ দিতে পারে। 

তিনি বলেন, আমাদের প্রতিযোগী দেশগুলো পন্যের মান উন্নয়নে গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহরে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। আমরাও যদি সেদিকে যেতে পারি তাহলে পণ্যগুলো আন্তর্জাতিক মানের হবে এবং রপ্তানিও বাড়বে। এক্ষেত্রে সরকার এবং অন্যান্য যেসব সংস্থা কাজ করে তাদের মধ্যে সমন্বয় করে নীতি কৌশল প্রনয়ন করতে হবে। যেসব পন্য আমাদের দেশিয় উদ্যোক্তারা তৈরি করে সেগুলোর আমদানি যাতে নিরুৎসাহিত করা হয় সেজন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয়। রাশিদুল করিম বলেন, পন্যের মান এবং অন্যান্য বিষয়ে উদ্যোক্তাদের ধারনা দেয়ার জন্য আগামী দিনগুলোতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সভা-সেমিনার করা হবে। এসবের মাধ্যমে যেসব সুপারিশ আসবে তা এফবিসিসিআইয়ের মাধ্যমে সরকারকে জানানো হবে।  
কেআই//