এ যেন আরবিয়দের জয়জয়কার!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
মঙ্গলবার ল্যাটিন আমেরিকান পরাশক্তি দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব। পরে ডেনমার্ক হোঁচট খায় তিউনিসিয়ার কাছে। আর এবার ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে রুখে দিল মরক্কো। এ যেন আরবিয়দের জয়জয়কার!
বুধবার (২৩ নভেম্বর) আল বায়িত স্টেডিয়ামে 'এফ' গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে জ্লারটকো ডালিচের শিষ্যরা।
বিশ্বকাপের মঞ্চে আজ প্রথমবারের মতো মরক্কোর মুখোমুখি হয়েছিল ক্রোয়াটরা। প্রথম দেখাতেই চমকে দিল উত্তর আফ্রিকান এই আরবিয় দেশটি।
যদিও শুরুতে আধিপত্য বিরাজ করেছিলেন মদ্রিচরা। কিন্তু ১৮তম মিনিটে স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় মরক্কানরা। কিন্তু পোস্টের সামনে বল পেয়েও অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেননি ইউসেফ এন-নেসিরি।
প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য দুটি সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। প্রথমে ছয় গজ বক্স থেকে শট নিয়েছিলেন নিকোলা ভ্লাসিচ। কিন্তু মরক্কান গোলরক্ষক ইয়াসিন বোনো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। পরের মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা মদ্রিচের শট বারের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও ক্রোয়েশিয়াকে বারবার হতাশ করে মরক্কোর ডিফেন্স। উল্টো মরক্কো দুইবার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ডিফেন্ডার নুসে মাসাওয়ির ডাইভিং হেডে শেষ মুহূর্তে রক্ষা পায় ক্রোটরা। এরপর আশরাফ হাকিমির দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ডমিনিক লিভাকভিচ।
শেষ পর্যন্ত কোনো দলই আর প্রতিপক্ষের রক্ষণের দেয়াল ভাঙতে না পারায় পয়েন্ট ভাগের মাধ্যমেই ম্যাচের সমাপ্তি ঘটেছে। যদিও এই এক পয়েন্ট মরক্কোর কাছে জয় সমতুল্য।
এ নিয়ে এখন পর্যন্ত স্বাগতিক কাতার আর ইরান ছাড়া এবারের বিশ্বকাপ যেন আরবিয়দের জন্য অনন্য এক বিশ্বকাপ।
এনএস//