ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৪ এএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার

গাজীপুরের ভবানীপুরে মোশারফ কম্পোজিট মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুরে আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও বিস্তারিত জানা যায়নি।
এসএ/