ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

কাতারকে ৩-১ গোলে হারালো সেনেগাল

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:১৬ পিএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার

আল থুমামা স্টেডিয়ামে আজ বিশ্বকাপের গ্রুপ 'এ'-এর ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে সেনেগাল। প্রথমার্ধে ফরোয়ার্ড বোলায়ে দিয়ার গোলে এগিয়ে যায় আফ্রিকার সিংহরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ফরোয়ার্ড ফামাহা ডিডিউ। শেষদিকে একটি গোল শোধ করেন কাতারের মোহাম্মেদ মুনতারি। তবে কিছুক্ষণ পর সেই ব্যবধানও ঘুচিয়ে দেন সেনেগালের ফরোয়ার্ড বাম্বা দিয়েং।

এর আগে উদ্বোধনী দিনে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছিল কাতার। আর নেদারল্যান্ডসের সঙ্গে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে সেনেগাল। ফলে দুই ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট হলো সেনেগালের। সমান পয়েন্ট আছে নেদারল্যান্ডস ও ইকুয়েডরের দখলেও। তবে পরের দুই দল ম্যাচ খেলেছে ১টি করে। অন্যদিকে দুই ম্যাচেই হেরে খাদের কিনারে পৌঁছে গেছে কাতার।

এবারই প্রথম কোনো ফুটবল ম্যাচে মুখোমুখি হলো কাতার ও সেনেগাল। প্রথমবারেই কাতারকে পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে আফ্রিকার দলটি। শুরুতে বল দখল আর আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল তাদের। আর কাতার ব্যস্ত ছিল রক্ষণ সামলাতে। এমনকি নিজেদের অর্ধ থেকেই বের হতে পারছিল না প্রথমবারের মতো স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলা এই দলটি। উল্টো প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে সেনেগাল।

প্রথমার্ধের শেষদিকে আক্রমণের গতি বাড়ায় সেনেগাল। ৪১তম মিনিটে ফলও পায় তারা। বাঁ প্রান্ত থেকে বক্সের দিকে বাঁকানো ক্রস পাঠান দিয়াত্তা। বল ক্লিয়ার করতে গিয়ে পা ছোঁয়াতে ব্যর্থ হন কাতারি ডিফেন্ডার বুয়ালেম খুউখি। বল লাফিয়ে তার শরীর স্পর্শ করে যায় দিয়ার সামনে। সুযোগ কাজে লাগিয়ে কাতারি গোলরক্ষক মেশাল বারশামকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন দিয়া।

দ্বিতীয়ার্ধে কাতারের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে জোর ধাক্কা দেন সেনেগালের ফামাহা ডিডিউ। ৪৮তম মিনিটে সতীর্থের কর্নারে দারুণ হেড নেন এই ফরোয়ার্ড। বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে প্রবেশ করে। সেই সঙ্গে সেনেগালের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে (২৯ বছর ৩৪৫ দিন) গোল করার রেকর্ড গড়লেন ডিডিউ।

দুই গোল হজম করার পর যেন গা ঝাড়া দিয়ে ওঠে কাতার। বেশ কয়েকটি দারুণ আক্রমণও শানায় তারা। তবে ফল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭৮তম মিনিট পর্যন্ত। দারুণ এক হেডে ব্যবধান কমান মোহাম্মেদ মুনতারি।  বিশ্বকাপে কাতারের এটাই প্রথম গোল। তবে ৮৪তম মিনিটে কাতারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বাম্বা দিয়েং। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ফলে বড় জয়ে নিজেদের আশা জিইয়ে রাখলো সেনেগাল।
কেআই//