ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ভোট শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট। প্রথম দফা স্থগিতের পর নতুন করে নির্বাচনের তারিখ ঠিক করা হয় ২৬ নভেম্বর।

এদিকে সর্বশেষ নির্বাচনে অংশ নিতে পারেননি প্রতিষ্ঠানটির শিক্ষক ফারহানা খানম এবং অভিভাবক কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম। সরকারের নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ৪৪৩ ছাত্রীকে ভর্তি করায় তাদের নির্বাচন করতে দেওয়া হয়নি; কিন্তু এবার তারা নির্বাচন করছেন। শুধু তা-ই নয়, আজকের নির্বাচনে কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফারহানা খানম। 

জানা গেছে, প্রথম দফা স্থগিতের পর নতুন করে নির্বাচনের তারিখ ঠিক করা হয় ২৬ নভেম্বর। এর আগে নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনাজ সুলতানা। তপশিল অনুযায়ী, ২৮ অক্টোবর ভিকারুননিসার মূলসহ সব শাখায় একযোগে ভোট হওয়ার কথা ছিল। এরপর তারিখ পিছিয়ে করা হয় ৪ নভেম্বর। কিন্তু ২৭ অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (শিক্ষা ও আইসিটি শাখা) থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন স্থগিত করা হয়। প্রতিষ্ঠানটির সভাপতিসহ ১১ সদস্যের গভর্নিং বডি গঠন করা হবে। এতে চারজন শিক্ষক প্রতিনিধি ও ছয়জন অভিভাবক সদস্য থাকবেন। নিয়ম অনুযায়ী সভাপতি হবেন ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাইরে সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় একজন, স্কুল শাখায় দুজন, কলেজ শাখায় দুজন এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন একজন। শিক্ষকদের মধ্য থেকে কলেজে একজন, স্কুলে দুজন এবং সংরক্ষিত নারী শিক্ষক হিসেবে একজন নির্বাচিত হবেন।
এসএ/