হাবিপ্রবিতে হলফেস্টকে ঘিরে উৎসবের আমেজ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
দীর্ঘ সাড়ে চার বছর পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে হলফেস্ট (প্রীতিভোজ)। করোনা মহামারিসহ নানাবিধ কারণে হাবিপ্রবির শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ৫ ডিসেম্বর সব হলে হলফেস্টের আয়োজন করেছে হল প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন হল সুপার কাউন্সিলের আহবায়ক অধ্যাপক আফরোজা খাতুন।
শেখ রাসেল হলের হল সুপার অধ্যাপক রাশেদুল ইসলাম বলেন, হল সুপার কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আমরা আগামী ৫ ডিসেম্বর পৃথক পৃথক হলে প্রীতিভোজের আয়োজন করতে যাচ্ছি। এ ব্যাপারে উপাচার্য মহোদয় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেছেন।
প্রীতিভোজ উপলক্ষ্যে রেজিস্ট্রোশন ফি একশত টাকা নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার ড. মো. হাসানুর রহমান বলেন, আগামী ৪ ডিসেম্বর বিকাল তিনটায় হাবিপ্রবির অডিটোরিয়াম-২ এ অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপাচার্য মহোদয় সকল হলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। এবারের প্রীতিভোজ উপলক্ষ্যে পৃথক পৃথকভাবে হলগুলো সাজানো হবে। তবে আর্থিক ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে আলোকসজ্জা পরিহার করা হবে।
হলফেস্ট রেজিষ্ট্রেশনের সময় আইডি কার্ড প্রদর্শন করতে বলেছে হল প্রশাসন। শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রীতিভোজের রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্রীতিভোজের খবর ছড়িয়ে পরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী ফাতেমা বলেন, ‘২০১৮ সালের পর থেকে আমরা এমন আয়োজন আর পাইনি। তবে এই আয়োজনটি প্রতিবছর করা হলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে।’
এরই মধ্যে বিভিন্ন হলে দলবেধে রেজিষ্ট্রেশন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। অনুষ্ঠানের দিনকে ঘিরে নানা পরিকল্পনা করছেন তারা। হলফেস্টে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন সাবেকদের কেউ কেউ।
২০১৮ সালের ২২ মার্চ সর্বশেষ ছয়টি হলে একই দিনে বার্ষিক প্রীতিভোজের আয়োজন করা হয়। এরপর মেয়েদের তিনটি হল বিভিন্ন সময় প্রীতিভোজ আয়োজন করলেও ছেলেদের হলে আর্থিক সমস্যাজনিত কারণ দেখিয়ে করেনি হল প্রশাসন।
এবছর প্রীতিভোজে অংশ নিচ্ছে হাবিপ্রবির সাতটি আবাসিক হল।
এএইচ