গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার
বিশ্বকাপের আসরে সর্বাধিক গোলদাতার হাতে উঠে গোল্ডেন বুট। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ শেষে শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যে গোল্ডেন বুটের লড়াইটা জমে উঠতে শুরু করেছে। তবে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখন পর্যন্ত শামিল হতে পারেননি অনেক তারকাই।
২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, লুইস সুয়ারেজ, রবার্ট লেভানডোভস্কিরা এখন পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেননি। তবে তাদের সুযোগ এখনই শেষ হয়ে যায়নি।
এরই মধ্যে গোল্ডেন বুটের দৌড়ে কেউ কেউ এগিয়ে গেছেন। এবার তাদের দিতে তাকানো যাক...
এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর, ৩ গোল)
গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে সবার উপরে আছেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। স্বাগতিক কাতারের বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করার পর নেদারল্যান্ডসের বিপক্ষেও গোল পেয়েছেন এই তারকা ফুটবলার। প্রথম দুই ম্যাচে ভ্যালেন্সিয়ার ভান্ডারে জমা হয়েছে তিন গোল।
অলিভিয়ের জিরুদ (ফ্রান্স, ২ গোল)
এবারের ব্যালন ডি’র জয়ী করিম বেনজেমা চোট পেয়ে ছিটকে না গেলে দলে জায়গা হতো না জিরুদের। সুযোগ পেয়েই ফ্রান্সের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন ২ গোল। যা জিরুদকে বসিয়েছে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে। থিয়েরি হেনরি অঁরির সমান ৫১টি গোল করেছেন জিরুদ। এই ফরাসী তারকা গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে থাকবেন বলে মনে করছেন অনেকেই।
রিচার্লিসন (ব্রাজিল, ২ গোল)
আক্রমণভাগে নেইমার-ভিনিসিয়ুসের সঙ্গী হিসেবে রিচার্লিসনের উপরই আস্থা রাখেন ব্রাজিল কোচ তিতে। তার প্রতিদানও দারুণভাবে দিয়েছেন রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক তিনি। যার মধ্যে দ্বিতীয় গোলটিকে ইতোমধ্যেই টুর্নামেন্টের সেরা বলে আখ্যা দেওয়া হচ্ছে। গোল্ডেন বুট জেতার লড়াইয়ে বেশ ভালোভাবেই আছেন রিচার্লিসন।
কোডি গাকপো (নেদারল্যান্ডস, ২ গোল)
প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই গোল্ডেন বুট জেতার লড়াইয়ে নাম লিখিয়েছেন তরুণ ডাচ উইংগার কোডি গাকপো। সেনেগালের বিপক্ষে গোল করার পর ইকুয়েডরের বিপক্ষেও গোল পেয়েছেন তিনি।
ফেরান তোরেস (স্পেন, ২ গোল)
কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্পেন। এই জয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। যা গোল্ডেন বুট জেতার লড়াইয়ে তাকে রসদ জোগাবে সামনের ম্যাচগুলোতে।
মেহদি তারেমি (ইরান, ২ গোল)
ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬-২ গোলে হারলেও ব্যক্তিগত অর্জনের পথে এগিয়ে তারেমি। ইরানের সান্ত্বনাসূচক দুটি গোলই করেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলের দেখা পাননি তারেমি। তবুও গোল্ডেন বুট জেতার লড়াইয়ে তিনি উপরের দিকেই আছেন।
বুকায়ো সাকা (ইংল্যান্ড, ২ গোল)
কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচে ইরানের নিজেকে চিনিয়েছেন বুকোয়া সাকা। ইরানের বিপক্ষে ইংল্যান্ডের করা ৬ গোলের মধ্যে শুধুমাত্র সাকারই জোড়া গোল ছিল।
একের বেশি গোল করা খেলোয়াড়দের আপাতত এই তালিকায় রাখা হয়েছে। এক গোল করা খেলোয়াড়ের সংখ্যা কম নয়। যাদের মধ্যে অন্যতম লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পেরা।
এএইচ