ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহত ও র‌্যাব সদস্য আহতের ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি জানান, ২৩ নভেম্বর মামলাটি করেন ডিজিএফআই কর্মকর্তা আনোয়ার হোসেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের তুমব্রু এলাকায় ডিজিএফআই ও র‌্যাবের যৌথ মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় তাদের ওপর মাদক পাচারকারীরা হামলা চালায়।

এতে এক ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদী (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) নিহত ও এক র‌্যাব সদস্য আহত হন।

এ ঘটনায় গত বুধবার (২৩ ন‌ভেম্বর) মামলাটি ক‌রেন ডিজিএফআই কর্মকর্তা আনোয়ার হোসেন।

এসবি/