দ্বিতীয় রাউন্ডে কি যেতে পারবেন মেসিরা?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার
সৌদি আরবের সঙ্গে হেরে হতাশ আর্জেন্টিনা মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে এখন অনেকটা খুশি। দলটি বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার আশা জিইয়ে রেখেছে। যদিও শেষ ১৬-র টিকিট এখনও নিশ্চিত নয় লিয়োনেল মেসিদের। শেষ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে জিততে হবে তাদের। না জিতলে তাকিয়ে থাকতে অন্য ম্যাচের দিকে।
প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার চাপে ফেলে দিয়েছিল আর্জেন্টিনাকে। শনিবার মেক্সিকোর বিরুদ্ধে জিততে না পারলে প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতেন মেসিরা। চাপের মুখে মেক্সিকোর বিরুদ্ধেও প্রথমার্ধে প্রত্যাশা মতো খেলতে পারেনি লিয়োনেল স্কালোনির দল। ৬৪ মিনিটে মেসির দুরন্ত গোলে চাপ মুক্ত হয় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গ্রুপের দু’টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার সংগ্রহ ৩ পয়েন্ট। পিছিয়ে নেই ‘ই’ গ্রুপের অন্য দলগুলিও। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও নিশ্চিন্ত থাকার সুযোগ নেই আর্জেন্টিনার। গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। দু’টি ম্যাচে তাদের পয়েন্ট ৪। গোল করেছে ২টি। কোনও গোল এখনও হজম করেননি লেয়নডস্কিরা। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা গোল করেছে ৩টি। গোল খেয়েছে ২টি। তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। দু’টি ম্যাচে তাদেরও সংগ্রহ ৩ পয়েন্ট। ২টি গোল করলেও ৩টি গোল খেয়েছে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া এশিয়ার দেশ। চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো। দু’ম্যাচে তাদের সংগ্রহ ১ পয়েন্ট। কোনও গোল না করলেও ২টি গোল খেয়েছে তারা।
এই পরিস্থিতিতে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে আর্জেন্টিনা। না হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হলে দু’দলের পয়েন্ট হবে যথাক্রমে ৪ এবং ৫। তা হলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবেন লেয়নডস্কিরা। আর্জেন্টিনা হেরে গেলে পরিস্থিতি আরও কঠিন হবে। তা হলে পোল্যান্ডের কোনও চিন্তা থাকবে না। অন্য দিকে গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকোকে আটকে দিতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা হারলে এবং মেক্সিকো জিতলে পরের পর্বে চলে যাবে দ্বিতীয় দেশটি। আবার সৌদি আরব যদি মেক্সিকোকে হারিয়ে দেয় তাহলেও আর্জেন্টিনা ছিটকে যাবে পোল্যান্ডের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালে।
অর্থাৎ, আর্জেন্টিনার জন্য সহজ পথ ৩০ নভেম্বর পোল্যন্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট সংগ্রহ করে নেওয়া। ড্র হলে নির্ভর করতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলের উপর। সেই ম্যাচও অমীমাংসিত ভাবে শেষ হলে গোল পার্থক্য ভাল থাকায় পরের পর্বে চলে যাবে আর্জেন্টিনা।
মেসিরা হেরে গেলে অবশ্য তাদের সামনে আর সুযোগ থাকবে না। কারণ তা হলে পোল্যান্ডের হবে ৭ পয়েন্ট। মেক্সিকো-সৌদি আরব ম্যাচ ড্র হলে সৌদি ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে চলে যাবে। মেক্সিকো জিতলে তারা ৪ পয়েন্ট নিয়ে শেষ ১৬য় জায়গা করে নেবে। আবার গ্রুপের শেষ দু’টি ম্যাচই অমীমাংসিত ভাবে শেষ হলে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবিধা পাবেন মেসিরা।
এসি