গ্রুপের শেষ দুই ম্যাচ খেলতে পারছেন না পর্তুগালের ডানিলো পেরেইরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার
ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচে খেলা হচ্ছেনা পর্তুগালের ডিফেন্ডার ডানিলো পেরেইরার।
অনুশীলনে বুকের পাঁজরের তিনটি হাড়ে চিড় ধরায় দলের বাইরে চলে গেছেন পেরেইরা। দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ঘানার বিরুদ্ধে গ্রুপ-এইচ’র প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে রুবেন ডিয়াসের সাথে ডানিলো ছিলেন। ম্যাচটিতে পর্তুগাল ২-১ গোলে জয়ী হয়।
পিএসজির এই ডিফেন্ডার শনিবার অনুশীলনে বুকে আঘাত পান। এ কারনে উরুগুয়ের ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের বাকি দুটি ম্যাচে তার আর খেলা হচ্ছেনা।
৩১ বছর বয়সী এই ডিফেন্ডারকে পরবর্তীতে পর্যবেক্ষণের পর চূড়ান্ত অবস্থা সম্পর্কে জানা যাবে।
সূত্র: বাসস
এসবি/